স্পিনারদের ঘূর্ণিজাদুতে সহজ জয়ই দেখছিল ভারত। কিন্তু ভিন্ন চিন্তাই ছিল নিউজিল্যান্ডের। শুরু থেকে শেষ পর্যন্ত সবার একাগ্রতা ও ম্যাচ বাঁচানোর আপ্রাণ চেষ্টায় জয়বঞ্চিত হয়েছে স্বাগতিক ভারত। শেষ উইকেট জুটিতে ৮.৪ ওভারের জুটি গড়ে ম্যাচ ড্র করে নিয়েছে কিউইরা।
কানপুরের গ্রিন পার্কে ম্যাচের শেষ দিন নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ২৮০ রান। আর ভারতকে নিতে হতো নয়টি উইকেট। স্পিন সহায়ক উইকেটে ম্যাচ জেতার বদলে উইকেটে পড়ে থেকে ড্রয়ের পরিকল্পনাই করেছিল কিউইরা। শেষ উইকেট জুটির কল্যাণে পরিকল্পনায় সফল হয়েছে তারা।
আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ১২ মিনিট আগে বন্ধ হয়ে যায় পঞ্চম দিনের খেলা। তবে এর আগেই দিনের ৯০ ওভারের কোটা পূরণ করে ৯৪ ওভার বোলিং করে ফেলে ভারত। তবু সময় বাকি থাকায় আরও কিছু ওভার করতেই পারতো তারা। তবে তা সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত ৯৮ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে নিউজিল্যান্ড। আর মাত্র একটি উইকেট নিতে পারলেই ম্যাচটি জিততো ভারত। ইনিংসের ৮৯.২ ওভারের সময়ই নবম উইকেট তুলে নিয়েছিল তারা। শেষ উইকেটে ৮.৪ ওভার কাটিয়ে দেন স্পিনার এজাজ প্যাটেল ও অভিষিক্ত রাচিন রবিন্দ্র।