ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুমরাহর তোপে বিপর্যস্ত দ. আফ্রিকা, লিড পেলেন কোহলিরা
Published : Thursday, 13 January, 2022 at 12:00 AM
কেপটাউনে সিরিজের শেষ টেস্টের শুরুটা মোটেও আশানুরূপ হয়নি ভারতের। গতকাল অধিনায়ক বিরাট কোহলির দারুণ ৭৯ রানের ইনিংস সত্বেও ভারত গুটিয়ে গিয়েছিল ২২৩ রানে। তবে যশপ্রীত বুমরাহর আগুনে বোলিং সফরকারীদের ম্যাচে ফিরিয়েছে আবার। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে দলটি রুখে দিয়েছে ২১০ রানে। তাতে ১৩ রানের মহামূল্য এক লিড পেয়ে গেছে কোহলির দল।
প্রথম দিনে ভারতকে ২২৩ রানে গুঁড়িয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকা ব্যাট করার সুযোগ পেয়েছিল আট ওভার। তাতেই একটা উইকেট খুইয়ে বসেছিল দলটি। দলীয় দশ রানে ওপেনার ডিন এলগারকে ফিরিয়েছিলেন বুমরাহ। তাতেই যেন দ্বিতীয় দিনের আভাস মিলছিল কিছুটা।
দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই উইকেট খুইয়ে বসে দক্ষিণ আফ্রিকা। এবার এইডেন মারক্রামকে ফেরান সেই বুমরাহই। শুরুর ধাক্কাটা কিগান পিটারসেনকে সঙ্গে নিয়ে সামলানোর চেষ্টা করেছিলেন কেশভ মহারাজ। তবে তাকেও দলীয় ৪৫ রানে হারায় স্বাগতিকরা, প্রোটিয়া ইনিংসে এবারের আঘাতটা হানেন উমেশ যাদব।  এরপর শুরু পিটারসেনের প্রতিরোধের। আগের দিন কোহলি যেমন লড়েছেন একাই, আজ তারও একই নিয়তি বরণ করতে হয়েছে। এপাশ থেকে লড়ে গেছেন নিঃসঙ্গ সেনানী হয়ে, ওপাশে দেখেছেন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল।
মহারাজের বিদায়ের পর পিটারসেনের সঙ্গী হন রাসি ফন ডার ডাসেন। তবে তাদের ৬৭ রানের জুটি শেষ হয় ডাসেনের বিদায়ে। এবারও শিকারীর নাম যাদব। এরপর টেম্বা বাভুমাও এসেছেন, থিতু হয়েছেন, এরপর উইকেট ছুঁড়ে দিয়ে ফিরেছেন সাজঘরে। ব্যর্থ হয়েছেন বড় ইনিংস গড়তে। দলীয় ১৫৯ রানে তিনি বিদায় নেন মোহাম্মদ শামির শিকার বনে। এরপরের আঘাতটাও শামিই হেনেছেন, রানের খাতা খোলার আগেই ফিরিয়েছেন কাইল ভেরাইনকে।
শুরুতে আঘাত হানা বুমরাহ আবারও দৃশ্যপটে আসেন এরপর। এক ওভারের বিরতিতে তিনি ফেরান মার্কো ইয়ানসেন আর গলার কাঁটা হয়ে থাকা পিটারসেনকে। তাতেই দক্ষিণ আফ্রিকার লিডের আশা শেষ হয়ে যায়। এরপর কাগিসো রাবাদা, ডুয়ানে অলিভিয়ের, আর লুঙ্গি এনগিডিরা কেবল ব্যবধানটাই কমাতে পেরেছেন। এনগিডিকে শেষ ব্যাটার হিসেবে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের সপ্তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ নেন বুমরাহ। তাতেই ভারত পেয়ে যায় ১৩ রানের লিড।