ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় পিকআপ চাপায় শিশুর মৃত্যু
Published : Monday, 24 January, 2022 at 12:00 AM, Update: 24.01.2022 1:54:33 AM
চান্দিনায় পিকআপ চাপায় শিশুর মৃত্যু রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় পিকআপ চাপায় নূরজাহান আক্তার (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। রবিবার (২৩ জানুয়ারী) বিকেলে চান্দিনা মাধাইয়া-মহিচাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত নূরজাহান আক্তার ওই গ্রামের এমরান হোসেন এর একমাত্র সন্তান। সে স্থানীয় একটি কওমী মাদ্রাসায় পড়ালেখা করতো।
প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান, সড়ক পারাপারের সময় মহিচাইল থেকে ছেড়ে আসা মাধাইয়ামুখী একটি পিকআপ এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় নূরজাহান। ঘটনার পরপর পিকআপটি ফেলে চালক পালিয়ে যায়।
মাধাইয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখবো।