ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় পাসপোর্ট দালালীর অভিযোগে গ্রেপ্তার ৯
পাসপোর্ট, নগদ অর্থসহ অন্যান্য কাগজপত্র জব্দ
Published : Monday, 24 January, 2022 at 12:00 AM, Update: 24.01.2022 1:54:40 AM

কুমিল্লায় পাসপোর্ট দালালীর অভিযোগে গ্রেপ্তার ৯নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া ও সদর দক্ষিণ থেকে পাসপোর্ট দালালীর অভিযোগে ৯ সদস্য গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযানে বিপুল পরিমাণ পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র ও নগদ অর্থ জব্দ করা হয়। র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া এবং সদর দক্ষিন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানেপাসপোর্ট দালালীর সাথে জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৪টি পাসপোর্ট, নগদ ১ লক্ষ ৫৭ হাজার ৫০০শ টাকা, ৭২৮টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লীপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লারদা উদকান্দি উপজেলার দাউদকান্দি বাজার গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোঃ মিজানুর রহমান(৪৯); বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের আঃ রহিম এর ছেলে মোঃ আলাউদ্দিন(৩৫), সদর উপজেলার ছোবিরা গ্রামের ফুলমিয়ার ছেলে জহিরুল হক(৪০),  দেবিদ্ধার উপজেলার ছোবরা গ্রামের মৃত ইব্রাহিম খলিল এর ছেলে মোঃ রনি(২৩),সদর উপজেলার শাসনগাছা গ্রামের মৃত আঃ মতিন এর ছেলে মোঃ মোশারফ হোসেন শফিক(১৯), ছোটরা গ্রামের মৃত গোলাম মহিউদ্দিন এর ছেলে মোঃ জামাল মিয়া(৫৫), সদর দক্ষিন থানার দয়াপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন(১৯), সদর দক্ষিন থানার রাজাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম(১৯) ও সদর উপজেলার গুনানন্দি গ্রামের মৃত আলী আজমের ছেলে মোঃ নাছির(২৬)।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভূক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত টাকার অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে গ্রেপ্তারকৃতরা। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।