বুড়িচংয়ে প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা
Published : Monday, 24 January, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
আগামী ৭ ফেব্রুয়ারি কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২২ জানুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত সময়ে ৮১ জন চেয়ারম্যান প্রার্থী থেকে ২০ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। গতকাল ২৩ জানুয়ারি উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক পেয়ে যার নির্বাচনী এলাকার মাঠ গরম করে তুলছেন। এর মধ্যে উপজেলার ৯ টি ইউনিয়নের কোনটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোন চেয়ারম্যান নির্বাচিত হননি। আপিলের পর উপজেলার সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ৯৮ জন থেকে ১২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে এবং আপিলের পর বৈধ মেম্বার প্রার্থী পদে ৪০১ জন থেকে ৪৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪ জন ও সাধারণ সদস্য পদে ১ জন মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলার ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬১ জন সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৮২ জন ও সাধারণ সদস্য পদে ৩৫৭ জন মিলে ৫ শত জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা যায়। ইতোমধ্যে নির্বাচন কে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় স্বাস্থ্য বিধি মেনে জনগণের সমর্থন পেতে বিভিন্ন উঠান বৈঠক ও গণসংযোগ করে যাচ্ছেন। এদিকে, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের জন্য বিভিন্ন আইন শৃংখলা বাহিনী বিভিন্ন কার্যক্রম করেছে।
বুড়িচং ৩ নং সদর ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ ইঞ্জি. জয়নাল আবেদীন গতকাল তার প্রতীক পাওয়ার পর তার পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। প্রতীক পেয়ে নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে তিনি বুড়িচং উপজেলা সদরে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জিএমএন জাকারিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, মো. আবুল হোসেন বিএসসি, মো. হোসেন বিএসসি, জাহাঙ্গীর আলম মাস্টার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, আ: কাদের মেম্বার, আওয়ামীলীগ নেতা আবদুল কুদ্দুছ, তফাজ্জল হোসেন, আমিনুল ইসলাম রাসেল, গিয়াস উদ্দীন, আবু ইসলাম, মোতাহের হোসেন, আসিব আকবর, সাদ্দাম হোসেন, ইকরামুল হক লিটন, আকরামূল সহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা নৌকার পক্ষে মাঠকে সুসংগঠিত ও একাট্টা হয়ে বিজয়ী করনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এছাড়া, গতকাল বুড়িচং ৬ নং ময়নামতি ইউপির আওয়ামীলীগ মনোনীত মো. লালন হায়দার ‘ নৌকা’ প্রতীক এবং ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.মুজিবুর রহমান ‘ আনারস’ মো. আবদুল্লাহ আল মামুন ‘ঘোড়া’ প্রতীক ও আদনান হায়দার ‘ টেবিল ফ্যান’ প্রাপ্ত হন।
বুড়িচং ৪ নং ষোলনল ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ‘ ঘোড়া’ প্রতীক এবং ওকই ইউনিয়নের অপর স্বতন্ত্র প্রার্থী হাজী মো. বিল্লাল হোসেন ঠিকাদার ‘ আনারস” প্রতীক প্রাপ্ত হন।
এদিকে, বুড়িচং ৫ নং পীরযাত্রাপুর ইউপির সাবেক সফল চেয়ারম্যান বর্তমান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ মো. আবু তাহের গতকাল তার পছন্দের প্রতীক ‘ আনারস’ পান। এছাড়া, ওই ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম আজাদ ’অটোরিক্সা’ বিল্লাল ঠিকাদার ‘মোটরসাইকেল’ এবং মো. মোস্তফা কামাল (কন্ঠনগর ) ‘ ঢোল’ প্রতীক প্রাপ্ত হন।
এছাড়া, ১ নং রাজাপুর ইউপির মো. মোস্তফা নৌকা প্রতীক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীন ‘ টেবিল ফ্যান’ স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন পারভেজ খান ‘ অটোরিক্সা’ মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ‘ আনারস ’ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম মাস্টার ‘ ঘোড়া’ প্রতীক প্রাপ্ত হন। একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার মো. মহব্বত আলী ’তালা’ প্রতীক প্রাপ্ত হন। এছাড়া, একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও লড়িবাগ গ্রামের বাসিন্দা মো. মোমিনুল ইসলাম তার পছন্দের ’ফুটবল’ প্রতীক পান।
বুড়িচং ৮ নং ভারেল্লা উত্তর ইউপির আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ মো. আবদুর রহমান রব নৌকা প্রতীক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইস্কান্দার আলী ভুইয়া আমির ‘ আনারস” স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবু কাউছার খান ‘ চশমা” প্রতীক প্রাপ্ত হন।
বুড়িচং ৭ নং মোকাম ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুল হক মুন্সী নৌকা প্রতীক, সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুছ ছালাম ‘ মোটরসাইকেল’ অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন ‘ ঘোড়া ’প্রতীক প্রাপ্ত হন।
বুড়িচং ২ নং বাকশীমূল ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. খোরশেদ আলম ঠিকাদার গতকাল তার পছন্দের ‘ ঘোড়া ’ প্রতীক এবং অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান লিটন ”আনারস’ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান (বাবুল) মাস্টার ‘ চশমা” স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ মনির হোসাইন ‘ অটোরিক্সা’ প্রতীক পেয়ে এক ফটো সেশনে মিলিত হন। এছাড়া, বুড়িচং ২ নং বাকশীমূল ইউপির ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মানিক মিয়া ’ টিউবওয়েল’ প্রতীক, একই ইউনিয়ন ও ওয়ার্ডের সাবেক সফল মেম্বার মো. সুলতান আহাম্মদ ’ফুটবল’ প্রতীক ও ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী খারেরা গ্রামের অধিবাসী মো. কাইয়ুম ’ফুটবল’ এবং ৬ নং ওয়ার্ডের সফল মেম্বার মো. লিটন রেজা ‘ ফুটবল’ প্রতীক প্রাপ্ত হন। বুড়িচং ৫ নং পীরযাত্রাপুর ইউপির ৮ নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার মো. বাহারুল ইসলাম জহির গতকাল তার পছন্দের ’তালা’ প্রতীক প্রাপ্ত হন। বুড়িচং ৪ নং ষোলনল ইউপির ৪ নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার মো. এরশাদুল হক ভুইয়া গতকাল তার পছন্দের ’তালা’ প্রতীক প্রাপ্তসহ অন্যান্য প্রার্থীরা নির্বাচন কমিশন প্রদত্ত বিভিন্ন প্রতীক পেয়ে প্রচারনায় মাঠে নেমে পড়েন।