ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে ঢেউ টিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ
Published : Friday, 11 February, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ঃ
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা  প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্তৃক বরাদ্দ ঢেউ টিন ও গৃহ নির্মাণের চেক উপজেলা পরিষদের সামনে বিতরণ করা হয়েছে। এতে বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নের বিভিন্ন এলাকার ৩১ জনের মাঝে ৬২ বান ঢেউ টিন এবং গৃহ নির্মাণের জন্য ৩১ জন লোকের মাঝে ১ লক্ষ ৮৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
এসমস্ত ঢেউ টিন ও গৃহ নির্মাণ চেক বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন।
সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা ব্যবস্থাপক পল্লী উন্নয়ন সমবায় বিভাগের (এস এফ ডি এফ) মোঃ জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের  প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, অফিস সহকারী মোঃ মঞ্জুর আলম, মোঃ হুমায়ুন কবির, মোঃ শাহাদাত হোসেন, বাপ্পী রানী চক্রবর্তী, ফখরুল ইসলাম বৈরাগী প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।