ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সূচক বাড়লেও দর কমেছে বেশির ভাগ শেয়ারের
Published : Thursday, 17 February, 2022 at 12:00 AM
দুই দিনের পতনের পর সূচক সামান্য বেড়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে। তবে বেশির ভাগ শেয়ারের দর কমায় বাজারে নিম্নমুখী প্রবণতাই দেখা গেছে দিনের বড় সময়জুড়ে।
সপ্তাহের চতুর্থ দিন বুধবার এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বাড়লেও লেনদেন কমেছে। দিন শেষে এ সূচকের অবস্থান ছিল ৭ হাজার ৪৩ দশমিক ৬৯ পয়েন্টে।
শেয়ার কেনাবেচায় সবাই বাজার পর্যবেক্ষণে থাকলে এদিন এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১ দশমিক ৪২ শতাংশ বা ১৭ কোটি ৪৩ লাখ টাকা কমেছে।
মোট ১ হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ২৩১ কোটি ৭ লাখ টাকা।
বুধবার এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির এবং কমেছে ১৬২টির। অপরিবর্তিত রয়েছে ৭৬টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২১ দশমিক ২১ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৯ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৯৮ দশমিক ৬১ পয়েন্টে।
লেনদেনের শীর্ষ ১০: বেক্সিমকো লিঃ, ফরচুন সুজ, অরিয়ন ফার্মা, বিএসসি, সাইফ পাওয়ার, আনোয়ার গ্যালভানাইজিং, ন্যাশনাল লাইফ, কুইন সাউথ টেক্সটাইল, ফার্মা এইড ও রহিমা ফুড।
দাম বাড়ার শীর্ষ ১০: স্টাইলক্র্যাফট, রহিমা টেক্স, আরামিট সিমেন্ট, এপেক্স ট্যানারি, ফার্মা এইড, ইয়াকিন পলিমার, রংপুর ফাউন্ড্রি, এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস ও শমরিতা হাসপাতাল।
দর হারানো শীর্ষ ১০: তমিজউদ্দিন টেক্সটাইল, ইউনিয়ন ইন্স্যুরেন্স, রহিমা ফুড, সিলকো ফার্মা, স্যালভো কেমিক্যাল, শ্যামপুর সুগার, পিপলস ইন্স্যুরেন্স, বিডি থাইফুড, কেঅ্যান্ডকিউ ও অ্যাপোলো ইস্পাত।
এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে।
এ বাজারে ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।
এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২৭ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমে অবস্থান করছে ২০ হাজার ৬২৯ দশমিক ৭৫ পয়েন্টে।
বুধবার এ বাজারেও লেনদেন আগের দিনের তুলনায় এক কোটি ৭০ লাখ টাকা কমে ২৯ কোটি ২৯ লাখ টাকায় নেমেছে।