ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লক্ষ্মীপুরে কৃষক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
Published : Thursday, 17 February, 2022 at 12:00 AM
রায়পুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে কৃষক আকবর হোসেনকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লক্ষ্মীপুরের আদালত।
বুধবার জেলা ও দায়রা জজ শেখ রহিবুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জসীম উদ্দিন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন, নূর মিয়া, সফিকুর রহমান, মো. তৌহির হোসেন ও মো. রুবেল হোসেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- জুয়েল, রাহেলা বেগম, মোক্তার হোসেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে শুধু জুয়েল ও মোক্তার হোসেন রায় ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন।
মামলার বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী মঞ্জুর জিলানী জানান, ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার ছেলে মো. তহিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
পুলিশ ২০১৯ সালের ৯ অক্টোবর ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।  ৩১ জন সাক্ষীর মধ্যে মামলায় মোট ১৮ জন সাক্ষ্য দিয়েছেন।
আইনজীবী আরও বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।