ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেন দক্ষিণ আফ্রিকাই খেলছে : মুমিনুল
Published : Thursday, 31 March, 2022 at 12:00 AM
রাত পোহালে ডারবানের কিংসমিডে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। এর আগে পূর্ণ শক্তির প্রোটিয়া দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে তরতাজা হয়ে আছে টিম টাইগার। প্রোটিয়া টেস্ট দলটি আবার পূর্ণ শক্তির নয়। তাই টাইগারদের সামনে আরো একটি ইতিহাস গড়ার সুযোগ।
বাংলাদেশ দলের কোচিং স্টাফে প্রোটিয়া কোচদের আধিক্য থাকাটা আরো সুবিধা দেবে বলে মনে করছেন অধিনায়ক মুমিনুল হক।
২০১৯ সাল থেকে প্রধান কোচের দায়িত্বে আছেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। নতুন পেস বোলিং কোচ হয়েছেন প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড। এ ছাড়া পাওয়ার হিটিং কোচ হিসেবে আছেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার অ্যালবি মরকেল। এর আগে অ্যাশওয়েল প্রিন্স, নিল ম্যাকেঞ্জি, রায়ান কুকরা টাইগারদের সঙ্গে কাজ করেছেন। তাই মুমিনুলের মনে হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেন দক্ষিণ আফ্রিকার আরেকটি দলই লড়াই করছে।
আজ বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'ওয়ানডেতে আপনারা দেখেছেন, মনে হচ্ছিল পুরো দক্ষিণ আফ্রিকা দলই খেলছিল। চার-পাঁচজন, দুই-তিনজন দক্ষিণ আফ্রিকান ছিলেন কোচিং স্টাফে। একটা দেশের বিপক্ষে খেলতে গেলে যদি সে দেশের কোচিং স্টাফ আপনার দলে থাকে, তাহলে আপনার জন্য কিছুটা হলেও ইতিবাচক হবে। এই কন্ডিশনে কিভাবে ব্যাটিং করতে হয়, কিভাবে বোলিং করতে হয় সেটা জানা যাবে।  এগুলো বাড়তি সমর্থন জোগাবে। '