ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সন্তানদের মাদক মুক্ত রাখতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে-- অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি
Published : Wednesday, 20 April, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, ‘সন্তানদের মাদক মুক্ত রাখতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে’।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোট এলাকার বীর বিক্রম এম.এ মালেক স্কুল এন্ড কলেজে প্রধান অতিথির বক্তৃতায় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে এ কথা বলেন।
প্রধান অতিথি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ঝড়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে মাদক। যে কোন মূল্যে মাদক থেকে নিজের সন্তানকে দূরে রাখতে হবে। আপনার সন্তান মাদকাসক্ত কিনা সেটি চিহ্নিত করতে পাঁচটি দিক খেয়াল রাখতে হবে। প্রথমত স্কুল ছুটির সাথে সাথে বাড়ি না ফেরা, ঘরের টাকা চুরি হওয়া, দেরিতে ঘুমাতে যাওয়া বা দেরিতে ঘুম থেকে উঠা, অসময়ে ঘুমানো, দিনে দিনে শরীর শুকিয়ে যাওয়া বা মোটা হয়ে যাওয়া। মাদকাসক্ত শিশু কিশোরদের মধ্যে ওই পাঁচটি লক্ষণ খুব বেশি থাকে। সুতরাং ওইসব বিষয়গুলো স্কুলের শিক্ষকদের চেয়ে অভিভাবকরাই বেশি খেয়াল রাখতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত এমপি আরও বলেন, আপনারা আপনাদের সন্তানদের খেয়াল রাখুন। বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। সুশিক্ষিত চান্দিনা গড়াই আমাদের একমাত্র লক্ষ্য।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর বিক্রম এম.এ মালেকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল, শিক্ষানুরাগী মনির খন্দকার, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন জনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগ নেতা আলী হোসেন, প্রধান শিক্ষক শুধাংশু নন্দি প্রমুখ।