ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ‘জুমাতুল বিদা’য় গোনাহ্ মাফের ফরিয়াদ
Published : Saturday, 30 April, 2022 at 12:00 AM, Update: 30.04.2022 12:33:09 AM
কুমিল্লায় ‘জুমাতুল বিদা’য় গোনাহ্ মাফের ফরিয়াদজহির শান্ত: কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গতকাল শুক্রবার জুমাতুল বিদা’য় কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদসহ নগরী ও জেলার সব মসজিদে মহান আল্লাহ পাকের দরবারে গোনাহ্ মাফের ফরিয়াদ জানান মুসল্লিরা। এছাড়াও এসময় দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনা করে দোয়া ও মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতি শুক্রবার বা জুমার দিন সারা বিশ্বের মুসলমানদের কাছে ধর্মীয় বিবেচনায় বিশেষ দিন। তবে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ‘জুমাতুল বিদা’ অতি মূল্যবান। ‘জুমাতুল বিদা’য় ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন।

কুমিল্লায় ‘জুমাতুল বিদা’য় গোনাহ্ মাফের ফরিয়াদজুমাতুল বিদা উপলক্ষে কুমিল্লার প্রতিটি মসজিদে মুসল্লিদের ঢল নামে। শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে জুমার আজানের পর থেকেই মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। খুতবার আগেই পরিপূর্ণ হয়ে যায় প্রায় প্রতিটি মসজিদ। ফলে প্রখর রোদের মধ্যেও রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। শত শত মুসল্লি মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় জায়নামাজ, পাটি বিছিয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর জন্য সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়। নগরীর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতী মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী নামাজ শেষে বিশেষ মোনাজাত করেন। তিনি দেশের কল্যাণ এবং বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন এবং এবং গোনাহ্ মাফের জন্য মহান আল্লাহপাকের দরবারে ফরিয়াদ জানান।
গতকাল শুক্রবার কুমিল্লার কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ, ফৌজদারী কালেক্টরেট জামে মসজিদ, ছাতিপট্টি জামে মসজিদ, মোগলটুলি শাহসুজা মসজিদ, দারোগা বাড়ি মাজার জামে মসজিদসহ নগরীর প্রায় সব ক’টি মসজিদেই মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য গেছে।