ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঝড়ে গাছচাপায় স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে
Published : Saturday, 30 April, 2022 at 1:01 PM
ঝড়ে গাছচাপায় স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালেটাঙ্গাইলের মধুপুরে প্রচণ্ড ঝড়ে গাছ পড়ে চাপায় আব্দুল করিম (৪২) নামে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা স্ত্রী লাইলী (৩৫) আহত হয়ে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে তাদের বহন করা ভ্যানরিকশাচালক ইউসুফ আলী (৪৫) মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝড়ের সময় মধুপুরের কাকরাইদের পুরনো বাজার এলাকায় চলন্ত অবস্থায় ভ্যানরিকশার ওপর রাস্তার পাশের জাম গাছ পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম উপজেলার জটাবাড়ী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। ভ্যানরিকশাচালক ইউসুফ আলী গোলাবাড়ী গ্রামের বাসিন্দা।

নিহত আব্দুল করিম ও স্ত্রী লাইলী পাশের শাইলবাইদের অসুস্থ বেয়াইকে দেখে বাড়ি ফিরছিলেন। বাড়িতে শিশু নাতি ও সন্তানের জন্য ঝড়ের মধ্যেই বাড়ি ফেরার তাড়নায় এ ঘটনার শিকার হয়েছেন। ভ্যানচালক ইউসুফও এক আত্মীয় বাড়ি থেকে খালি ভ্যান নিয়ে ফেরার পথে ওই দম্পতি তার ভ্যান যাত্রী হন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেমে গেলেও রাত ১০টার দিকে দ্বিতীয় দফায় প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। এসময় কাকরাইদ পুরনো বাজার এলাকা অতিক্রমকালে রোডের পাশে থাকা পুরনো জাম গাছ ভেঙে ভ্যানের উপর আছড়ে পড়ায় চালকসহ ৩ জনই চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই আব্দুল করিমের মৃত্যু হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক স্বামীকে মৃত ঘোষণা করেন। স্ত্রী লাইলীর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।