ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আসিফ আকবরের ‘আকবর ফিফটি নট আউট’ প্রকাশিত
Published : Saturday, 14 May, 2022 at 9:44 PM
আসিফ আকবরের ‘আকবর ফিফটি নট আউট’ প্রকাশিত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের আত্মজীবনী গ্রন্থ " আকবর ফিফটি নট আউট " এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে শনিবার বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। সোহেল অটলের রচনায় সাহস পাবলিকেশন্সের ব্যানারে " আকবর ফিফটি নট আউট "  প্রকাশিত হয়।
এতে দেশের তারকা শিল্পীবৃন্দসহ দেশের বিশিষ্ট সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিল্পী আসিফ আকবরের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন শহীদ মাহমুদ জঙ্গি, আনিস আকবর, ইথুন বাবু, আলম আরা মিনু, রবি চৌধুরী, গোলাম মোর্শেদ, ধ্রুব গুহ, ইমদাদুল হক ইমদু, ফারহানা নিশো, ফাহমিদা নবী, জাভেদ ওমর বেলীম গুল্লু, সোহেল মেহেদী, মুহিন খান,চন্দন দাস প্রমুখ।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে কেক কাটা হয়।