ওয়েস্ট ইন্ডিজকে মনে রাখবেন তাইজুল
Published : Monday, 18 July, 2022 at 12:00 AM
ওয়েস্ট ইন্ডিজে পুরো সফরে দলের সঙ্গে ছিলেন তাইজুল ইসলাম। কোনো ম্যাচের একাদশেই জায়াগা হচ্ছিল না তাঁর। অবশেষে সফরের শেষ ম্যাচটিতে শরিফুল ইসলামের পরিবর্তে দলে ঢুকেন তাইজুল। প্রায় আড়াই বছর পর ওয়ানডে খেলতে নেমেই বনে গেলেন নায়ক।
১০ ওভারে দুই মেডেনসহ মাত্র ২৮ রান খরচ করে এই বাঁহাতি স্পিনার শিকার করেন পাঁচ উইকেট। ম্যাচ শেষে তাইজুল বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজে আমার টেস্ট অভিষেক হয়েছিল, তখনও পাঁচ উইকেট পেয়েছিলাম। ওয়ানডেতেও এখানে এসে প্রথমবার পাঁচ উইকেট পেলাম। ওয়েস্ট ইন্ডিজে আর আসি বা না আসি, এটা সবসময় আমার মনে থাকবে। '
উইন্ডিজ দলপতি নিকোলাস পুরানের উইকেটটি নিয়ে পাঁচ উইকেট পূরণ করেন তাইজুল। পুরানের উইকেটটি নেওয়ার পর তাইজুলের উযদযাপনটা ছিল দেখার মতো। এ ব্যাপারে তিনি বলেন, ‘পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি সবসময়ই অন্যরকম। এটা বলে বোঝানোর মত নয়। সে জন্যই হয়তো একটু লাফালাফি করেছি (হাসি)। অনেক ভালো লেগেছে। ’