ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রমিজ রাজা চলে গেলে ফিরতে পারি: আমির
Published : Monday, 18 July, 2022 at 12:00 AM
আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এর কর্তাদের ওপর নিজের রাগ ঝাড়লেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। এবার তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার অবস্থান নিয়ে। যতদিন রমিজ থাকবেন, ততদিন জাতীয় দলে ফেরার কথা ভাববেন না আমির।
টিম ম্যানেজম্যান্টের বাজে ব্যবহারের অভিযোগ তুলে ২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আমির। তখন তৎকালীন কোচ মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিসকে সরাসরি কটাক্ষ করে মানসিক যন্ত্রণার কথা বলেছিলেন এ প্রতিভাবান বাঁহাতি পেসার।
এবার বোর্ড প্রেসিডেন্ট রমিজ রাজাকে ধুয়ে দিলেন আমির। সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার সম্পর্কে রমিজ রাজার অবস্থান সবাই জানে। তাই এখন অবসর ভাঙার কথা চিন্তা করার সময় নয়। রমিজ যখন পিসিবি ছেড়ে যাবে, তখন প্রয়োজন পড়লে আমি ফিরবো।’
ভিন্ন আরেকটি সাক্ষাৎকারে রমিজের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন আমির। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরে গেলে রমিজও পিসিবি ছেড়ে যাবেন বলে মন্তব্য করেছিলেন। কিন্তু সেটি না করায় রমিজকে ক্ষমতালোভী হিসেবে আখ্যায়িত করেছেন ৩০ বছর বয়সী আমির।
তার ভাষ্য, ‘অন্যদের জন্য তার অবস্থান বদলায় না। কিন্তু একই কথা আবার তার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। সে বলেছিল, ইমরান খান চলে যাওয়ার পর এক মিনিটও পিসিবিতে থাকবে না। কিন্তু এখন সেটি বদলে গেছে। যা-ই হোক, নিজের চেয়ার সে ছাড়বে। সবাই ক্ষমতা ভালোবাসে। তাকেও উপভোগ করতে দিন।’