রাশিয়ার হামলা মোকাবিলায় কিয়েভকে ক্ষেপণাস্ত্র বিরোধী প্রযুক্তি দিতে ইসরায়েলের ব্যর্থতায় বিস্ময় প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফরাসি সাংবাদিকদের সঙ্গে এমনই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারটি শনিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশ করেছে তার কার্যালয়।
রাশিয়া গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযানে নেমেছে। হামলা প্রতিহতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে উন্নত প্রযুক্তি সামরিক সহযোগিতা চেয়ে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইতোমধ্যে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দেশ অস্ত্র সরবরাহ করেছে।
জেলেনস্কি ইসরায়েলের ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা আয়রন ডোম সিস্টেমের কথা উল্লেখ করেছিলেন। ইসরায়েলি এই ক্ষেপণাস্ত্রবিরোধী সিস্টেম প্রায়ই গাজার সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ছোড়া রকেট হামলা ঠেকাতে ব্যবহার হচ্ছে।
এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘আমি জানি না ইসরায়েলের কী হয়েছে। সত্যি বলছি, আমি হতবাক, কারণ আমি বুঝতে পারছি না কেন আমাদের বিমান প্রতিরক্ষা দিতে পারেনি তারা।’
গত বুধবার ফরাসি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি এমন মন্তব্য করলেও শনিবার (২৪ সেপ্টেম্বর) তার কার্যালয় সাক্ষাৎকারের প্রকাশ করেছে।
যদিও ইসরায়েল প্রথম থেকেই রাশিয়ার অভিযানের বিরুদ্ধে অবস্থা নিয়ে সমালোচনা করে আসছে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও না দেওয়ায় প্রতিক্রিয়া দেখিয়েছন জেলেনস্কি। তিনি আরও বলেন, আমি বুঝতে পেরেছি সিরিয়া এবং রাশিয়ার সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে ইসরায়েল একটি জটিল পরিস্থিতিতে রয়েছে।