শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫
৩০ কার্তিক ১৪৩২
খেলার জন্য কুমিল্লা স্টেডিয়াম উপযোগী
কুমিল্লার কাগজের সাথে সাক্ষাতকারে বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস
প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২২.০১.২০২১ ১:১৪ এএম |


খেলার জন্য কুমিল্লা স্টেডিয়াম উপযোগীতানভীর দিপু:
কুমিল্লার শহীদ ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত ষ্টেডিয়ামকে “খুব সুন্দর এবং খেলার জন্য ভালো” স্টেডিয়াম বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস। কুমিল্লা স্টেডিয়ামে মোহামেডান এবং সাইফ স্পের্টিং কাবের মধ্যকার খেলা দেখতে স্টুয়ার্ট ঢাকা থেকে কুমিল্লায় আসেন, এটি এই মৌসুমে ঢাকার বাইরে স্টুয়ার্টের প্রথম সফর। কুমিল্লার কাগজের সাথে একান্ত সাক্ষাকারে স্টুয়ার্ট জানান- এই স্টেডিয়াম এবং স্টেডিয়ামের চারপাশ খুবই সুন্দর এবং ভালো লেগেছে। জানিনা গ্যালারিতে দর্শক ধারণ ক্ষমতা কত, তবে যদি গ্যালারি পরিপূর্ণ থাকে এটি ফুটবল খেলার জন্য দারুণ পরিবেশ তৈরী করবে।
নিরাপত্তার বিষয়ে স্টুয়ার্ট জানান, আমি মাঠের বাইরে এবং ভিতরে ঘুরে দেখেছি। আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। এছাড়া কোভিড এর এই অবস্থায় যে নিরাপত্তা নেয়া হয়েছে তাতেও আমি খুশি।
আন্তর্জাতিক ম্যাচ এই স্টেডিয়ামে হতে পারে কি না এই প্রশ্নের জবাবে স্টুয়ার্ট জানান, ব্যাক্তিগত জানাচ্ছি- কেন হবে না? গ্যালারি ভরা দর্শক থাকলে এই স্টেডিয়াম খুব ভালো।
মোহামেডান এবং সাইফ স্পের্টিং কাবের খেলা নিয়ে স্টুয়ার্ট বলেন, দুটি বাংলাদেশের খুব ভালো দল। দুই দলেই জাতীয় দলের খেলোয়াড় খেলছে। গত কয় মাস যাবতই খেলা চলছে, ঢাকার বাইরে আমি এই প্রথম খেলা দেখতে আসলাম। এই ম্যাচটি দেখা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। প্রথমার্ধ শেষে দুটি দলই ভালো খেলছে- খুব ভালো খেলা হচ্ছে।
গতকাল কুমিল্লায় সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ২-১ গোলের ব্যবধানে মোহামেডান স্পের্টিং কাবকে হারিয়েছে সাইফ স্পোর্টিং কাব। বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগের ম্যাচটি দিয়ে কুমিল্লার মাঠে খেলা শুরু হয়। এবছর মোহামেডান স্পোর্টিং কাব এবং বসুন্ধরা কিংস শহীদ ধীরেন্দ্রনাথ ষ্টেডিয়ামকে হোমগ্রাউন্ড করলেও ঘরের মাঠে প্রথম হারের স্বাদ নিতে হয়েছে মোহামেডানকে।
   













সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২