রোববার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৫জন গ্রেফতার
ইসমাইল নয়ন
প্রকাশ: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১, ৮:০১ পিএম |

  কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার মল্লিকাদীঘি, ছাতিয়ানী ও দক্ষিণ চান্দলা (রামচন্দ্রপুর) এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার অভিযোগে ফয়সাল, সুজন ও রূপালী বেগমকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে  ৪ কেজি গাঁজা, ৪৮ বোতল স্ক্যাপ সিরাপ ও ৩১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এছাড়াও পুলিশ একই দিনে উপজেলার শিদলাই ও দক্ষিণ চান্দলা (রামচন্দ্রপুর) এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আরব আলী ও আক্তার হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠয়।
    থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই আনোয়ার হোসেন এসআই জীবন কৃষ্ণ মজুমদার, এএসআই আজিজুর রহমান, এএসআই মতিউর রহমান, এএসআই কৃষ্ণ সরকার, এএসাআই বিপুল চন্দ্র রায় মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী মল্লিাকা দীঘি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকা থেকে একই ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে ফয়সাল (১৯) ও একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সুজন (২১) কে গ্রেফতার করেন। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪৮ বোতল স্ক্যাপ সিরাপ ও ৩১ বোতল ফেন্সিডিল সিরাপ উদ্ধার করেন। অন্যদিকে একই দিন সকালে উপজেলা সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী এলাকা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী উত্তর তেতাভূমি গ্রামের মৃত আঃ লতিফের মেয়ে রূপালী আক্তার (২৫) কে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। এছাড়া পুলিশ একই রাতে উপজেলার শিদলাই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আরব আলী ও উপজেলার দক্ষিণ চান্দলা রামচন্দ্রপুর গ্রামের নান্নু খানের ছেলে আক্তার খানকে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃতদের বুধবার (২৭ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন সত্যতা নিশ্চিত করেন।












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২