শুক্রবার ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
আগামীকাল কুমিল্লা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান লড়াই
তানভীর দিপু
প্রকাশ: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১, ৮:০৪ পিএম |

আগামীকাল কুমিল্লা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান লড়াইআগামীকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান দ্বৈরথ। আজ সকালে হোমগ্রাউন্ড কুমিল্লায় অনুশীলন করেছে অষ্টেলিয়ান কোচ শন লেনের শীষ্যরা। বিকালে অনুশীলনে করেছে অবাহনী লিমিটেড। বড় ম্যাচকে সামনে রেখে চাপে থাকলেও সেটা মানতে রাজি না মোহামেডান কোচ। দলের প্রধান দুই তিন জন ফুটবলার ইনজুরিতে থাকলে ম্যাচে জয় নিয়ে আশাবাদী লেন। এদিকে চোট পেয়েছে মোহামেডানের কাপ্তান উরু নাগাতা। তবে কাল খেলা নিয়ে কোন সংশয় নেই জানালো মোহামেডানের অধিনায়ক। অনুশীলনেও খুব একটা তাকে দেখা যায়নি। তবে বড় ম্যাচ হিসেবে আবাহনীকে শক্ত প্রতিপক্ষ মনে করছে উরু।
এদিকে বিকেলে কুমিল্লা স্টেডিয়ামে অনুশীলনে আসে গত ৩ ম্যাচে টানা জয়ে থাকা আবাহনী লিমিটেড ঢাকা। ডার্বি ম্যাচ হলেও শক্ত মনোভাব নিয়েই মাঠে নামবেন বলে জানালেন ক্যাপ্টেন আবাহনী সোহেল রানা। তবে ম্যাচে ইনজুরির কারনে জাতীয় দলের ফুটবলার জীবন আর ব্রাজিলিয়ান আগুস্তো না খেলার সম্ভাবনার কথা জানালেন তিনি। ঢাকা ডার্বি এবার খেলা হচ্ছে কুমিল্লায়। আবাহনী -মোহামেডান দুই দলই চাইবে জিততে। ঐতিহাসিক এই ম্যাচটিকে তাই গুরুত্বের সাথেই নিয়েছে আবাহনী কোচ ম্যারিও ল্যামোস।
আবাহনী-মোহামেডান নিয়ে ম্যাচের আগেই উত্তেজনা সারা দেশে। হোমগ্রাউন্ড হিসেবে মোহামেডান কুমিল্লায় কিছুটা সুবিধা পেলেও পয়েন্ট টেবিলে এগিয়ে আছে আবাহনী। টান টান উত্তেজনার এই ম্যাচটিকে সফল করতে সবপ্রস্ততি নিয়েছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা।















সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft