শিরোনাম: |
আগামীকাল কুমিল্লা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান লড়াই
তানভীর দিপু
|
![]() এদিকে বিকেলে কুমিল্লা স্টেডিয়ামে অনুশীলনে আসে গত ৩ ম্যাচে টানা জয়ে থাকা আবাহনী লিমিটেড ঢাকা। ডার্বি ম্যাচ হলেও শক্ত মনোভাব নিয়েই মাঠে নামবেন বলে জানালেন ক্যাপ্টেন আবাহনী সোহেল রানা। তবে ম্যাচে ইনজুরির কারনে জাতীয় দলের ফুটবলার জীবন আর ব্রাজিলিয়ান আগুস্তো না খেলার সম্ভাবনার কথা জানালেন তিনি। ঢাকা ডার্বি এবার খেলা হচ্ছে কুমিল্লায়। আবাহনী -মোহামেডান দুই দলই চাইবে জিততে। ঐতিহাসিক এই ম্যাচটিকে তাই গুরুত্বের সাথেই নিয়েছে আবাহনী কোচ ম্যারিও ল্যামোস। আবাহনী-মোহামেডান নিয়ে ম্যাচের আগেই উত্তেজনা সারা দেশে। হোমগ্রাউন্ড হিসেবে মোহামেডান কুমিল্লায় কিছুটা সুবিধা পেলেও পয়েন্ট টেবিলে এগিয়ে আছে আবাহনী। টান টান উত্তেজনার এই ম্যাচটিকে সফল করতে সবপ্রস্ততি নিয়েছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা। |