শিরোনাম: |
কুমিল্লায় মোহামেডানের জয়
মুক্তিযোদ্ধাকে হারালো ২-০ গোলে
|
![]() বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলে কুমিল্লার মাঠে জয় পেয়েছে ‘স্বাগতিক’ মোহামেডান স্পোর্টিং কাব। মঙ্গলবার (২ মার্চ) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিদেশী ফুটবলারদের নৈপুণ্যে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়েছে মোহামেডান। খেলার দুই অর্ধে মোহামেডানের পক্ষে গোল দুটি করেছেন স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে ও ডিফেন্ডার মুনোজ কুলদিয়াত। এ জয়ে পয়েন্ট টেবিলে একধাপ এগিয়ে গেলো কোচ শন লেনের দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানের ২-০ গোলের জয়ে প্রথমার্ধে মালির স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন বুরকিনা ফাসোর ফরোয়ার্ড কুলিদিয়াতি। ![]() খেলা শেষে মোহামেডানের জাপানি অধিনায়ক উরু নাগাতা বলেন, কুমিল্লায় নিজেদের মাঠে বসুন্ধরা কিংসের বিপক্ষে হারের পর মোহামেডান ঘুরে দাঁিড়য়েছিলো। তারপর থেকেই মোহামেডান চেষ্টা করছে পয়েন্ট অর্জন করতে। এপর্যন্ত লড়াই করে পয়েন্ট টেবিলের প্রতিযোগীতামূলক অবস্থানে ফিরে এসেছে। সবাই ভালো খেলছে, আশা করি আমাদের অবস্থান আরো ভালো হবে। একই দেশী মুক্তিযোদ্ধার অধিনায়ক ইউসো কাতো জানান, আমরা স্ট্রাগল করছি। মুক্তিযোদ্ধার আক্রমন ভাগে দুর্বলতা আছে। তবে আশা করছি পরের রাউন্ডে আমরা ভালো করতে পারবো। ১১ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে মোহামেডান। পঞ্চম স্থানে নেমে গেছে সাইফ স্পোর্টিং। ষষ্ঠ হারের তেতো স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদ ৯ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে। গত ফেব্রুয়ারির শুরুর দিকে বসুন্ধরা কিংসের কাছে হারের পরের চার ম্যাচে একটিতে জিতেছিল মুক্তিযোদ্ধা সংসদ; ড্র করেছিল তিনটি। ফের হারের কবলে পড়ল দলটি। |