শিরোনাম: |
কুমিল্লায় স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট
দ্বিতীয় দিনে ৮ দলের জমজমাট লড়াই
|
![]() জেলা ক্রিকেট কমিটি আয়োজিত স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় জয় পেয়েছে শাহপুর স্টার একাডেমী, ফ্রেন্ডস ইলেভেন, শুভেচ্ছা এসসি ও জাঙ্গালিয়া ইলেভেন। রবিবার কুমিল্লা জিলা স্কুল মাঠে সকাল সাড়ে ৮ টা থেকে টানা ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ![]() দ্বিতীয় ম্যাচে শ্রী বল্লভ পুর বয়েজ কাবের বিরুদ্ধে জয় লাভ করে ফ্রেন্ডস ইলেভেন। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রী বল্লভ পুর বয়েজ কাব। ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩০ রান করে ফ্রেন্ডস ইলেভেন। জবাবে ৯.৫ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় শ্রী বল্লভ পুর বয়েজ কাব। ২৬ রানে জয় পায় প্রেন্ড ইলেভেন। দিনের তৃতীয় ম্যাচে ইলেভেন ফিউরিয়াসের বিরুদ্ধে জয় লাভ করেছে শুভেচ্ছা এসসি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইলেভেন ফিউরিয়াস। ১০ ওভারে সব উইকেট হারিয়ে ৮৯ রান করে ফিউরিয়াসরা। জয়ের জন্য নেমে ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছায় শুভেচ্ছা এসসি। চতুর্থ ম্যাচে জাঙ্গালিয়া একাদশ ৬ উইকেটে হারায় ঝাউতলা ইলেভেনকে। গতকালের শেষ ম্যাচে টসে জিতেই ব্যাটিংয়ে নামে ঝাউতলা। ১০ ওভারে ৯৭ রানে অল আউট হয় ঝাউতলা। পরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছায় জাঙ্গালিয়া একাদশ। আজ বুধবার মুখোমুখি হবে হৃদয়ে বাংলাদেশ বানাম নিউ স্টার ফ্রেন্ডস কাব, ওল্ড স্কুল কুমিল্লা বনাম শুভপুর রয়েলস্, বালুধুম স্পোর্টিং কাব বনাম কুমিল্লা এক্স টিমস্ এবং গেইম সুইংগার বনাম কাসুটি আদর্শ ক্রিকেট একাদশ। |