শিরোনাম: |
নেপালের টুর্নামেন্টের জন্য ক্যাম্প শুরু ১১ মার্চ
|
কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমাদের আমন্ত্রণ করা হয়েছে। আমি কোচিং স্টাফ ও ন্যাশনাল টিমস কমিটির সঙ্গে আলোচনা করেছি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি যদি না হয়, তাহলে আমরা নেপালের টুর্নামেন্টে খেলার সুযোগটা নেব।' ৭ মার্চ শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। যদি নেপালের টুর্নামেন্টে অংশ নেয়া হয়, তাহলে বাফুফে সভাপতি ১০ বা ১১ মার্চ ক্যাম্প শুরুর পক্ষে। কোচ জেমি ডে'ও ১১ মার্চের মধ্যে ক্যাম্প শুরু করতে চান। ‘আমাদের যদি নেপালের টুর্নামেন্টে অংশ নেয়া হয়, তাহলে ১১ মার্চ ক্যাম্প শুরু করব। ক্যাম্পের জন্য আমি ২৩ ফুটবলার ডাকতে চাই’-বলেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অন্য দুই অতিথি দল হতে পারে আফ্রিকার দেশ লাইবেরিয়া ও ওসেনিয়া অঞ্চলের তাহিতি। |