শিরোনাম: |
তিন বছরের শিশুকে বাঁচাতে গিয়ে মা ও যুবকের মৃত্যু
|
![]() বুধবার বিকাল পৌনে ৫টার দিকে ময়মনসিংহের ভালুকার বগার বাজার এলাকায় এ তিনজনের মৃত্যু ঘটে বলে জানিয়েছেন ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনিম সারোয়ার। নিহতরা হলেন শিশু রাহিত (৩), তার মা শ্রীমতি রলি (৩০) এবং শ্রমিক হৃদয় হোসেন (২২)। রাহিতের বাবা প্রভিটা গ্রুপের প্রকৌশলী। তারা কোয়ার্টারে থাকতেন। মনিম সারোয়ার বলেন, বুধবার বিকাল পৌনে ৫টার দিকে রাহিত খেলার সময় প্রভিটা গ্রুপের সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাকে বাঁচাতে তার মা ট্যাংকে ঝাঁপ দেন। পরে তাদের বাঁচাতে হৃদয় সেখানে ঝাঁপ দেন। “তারা কেউ আর উঠে আসতে পারেনি। তিনজনেই মারা গেছে। হৃদয়ের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।” |