শিরোনাম: |
করোনায় আক্রান্ত কুমিল্লার সিভিল সার্জন
|
![]() গত রবিবার তার কোভিড রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি কুমিল্লার সরকারি বাসভবনে আইসোলোশনে আছেন। করোনা আক্রান্ত সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন জানান, তিনি এখন বাসায় আছেন। তবে শারিরীকভাবে দুর্বল। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। |