কুমিল্লার চান্দিনায় ট্রাক চালক পিতার হাতেই প্রাণ গেলো হেলপার পুত্র ইসরাফিলের। শনিবার (১৯ জুন) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান- নিয়ন্ত্রণ হারিয়ে থামানো ট্রাকের পিছনে ধাক্কা লাগার কারণে পিছনের ট্রাকটি দুমরে-মুচড়ে যায়। এতেই ঘটনাস্থলেই মৃত্যু ঘটে হেলপারের। আর মারাত্মক আহতাবস্থায় আটকে থাকে চালক। আমরা হতাহত দুইজনকেই উদ্ধার করি। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি এবং আহত চালককে হাসপাতালে পৌঁছে দেই। 