কুমিল্লা-৭
(চান্দিনা) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র মৃত্যুতে গভীর
শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
শুক্রবার
সন্ধ্যায় এক শোক বার্তায় তিনি বলেন- অধ্যাপক মো. আলী আশরাফ এমপি একজন সৎ
নিষ্ঠাবান, স্বচ্ছ ও দক্ষ রাজনৈতিক নেতা ছিলেন। তিনি আওয়ামীলীগের পরীক্ষিত
নেতা ছিলেন। দলের অনেক দু:সময়েও তিনি দলের জন্য নিবেদিত থাকায় আমৃত্যু তিনি
বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হয়ে কুমিল্লা-৭ আসন থেকে দলের মনোনয়ন পেয়ে
নির্বাচন করেছেন। তাঁকে ভালবেসে চান্দিনার মানুষ ভোট দিয়ে পাঁচ বার সংসদে
পাঠায়। তার মৃত্যুতে আওয়ামী লীগে বড় এক শূন্যতার সৃষ্টি হয়েছে। শোক সন্তপ্ত
পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
প্রসঙ্গত, শুক্রবার (৩০
জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে
আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন
থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ ওই সংসদ সদস্যের। মৃত্যুকালে তাঁর বয়স
হয়েছিল ৭৪ বছর।