প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১:২৩ পিএম |
ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় চতুর্থ দিনে বিষখালি নদী থেকে আরও ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গায়ে কালো গেঞ্জি ও পেটে পোড়া দাগ রয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর। উদ্ধার হওয়া মরদেহ লঞ্চের যাত্রী বলে ধারণা করা হচ্ছে।
ঝালকাঠির সদর থানার এসআই নুরুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা ৯৯৯ এ কল দিয়ে এক যুবকের লাশ ভাসছে বলে জানান। পরে পুলিশ বিষখালি নদীর রাজাপুরের নাপিতেরহাট এলাকার একটি শাখা খালের মুখ থেকে লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশ শনাক্ত করা হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ৪০ জন।
এর আগে ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার সুগন্ধা নদীতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে এসব হতাহতের ঘটনা ঘটে।