মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪
১২ অগ্রহায়ণ ১৪৩১
একনজরে বিপিএলের সব দলের স্কোয়াড
প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৩:২৬ পিএম আপডেট: ২৭.১২.২০২১ ৩:২৯ পিএম |

একনজরে বিপিএলের সব দলের স্কোয়াডঅপেক্ষার পালা শেষে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট। আজ (সোমবার) রাজধানী ঢাকার হোটেল রেডিসন ব্লুর বল রুমে এই ড্রাফট অনুষ্ঠিত হয়। এবারের ড্রাফটে সবার আগে দল পেয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটার লিটন দাস। ড্রাফটে সবার আগে ডাকার সুযোগ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম সুযোগেই লিটন দাসকে ডেকে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।
এরপর নিজেদের পাওয়া সুযোগে তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে ডেকে নেয় ঢাকা। এছাড়া আগেই মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে রেখেছিল তারা। ফলে প্রথমবারের মতো বিপিএলে একই দলে দেখা যাবে এই তিন ক্রিকেটারকে।
জাতীয় দলের ক্রিকেটারদের মাঝে ড্রাফটের আগে দল পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ এবং তাসকিন আহমেদ।
আজ সকাল সোয়া ৮টায় আনুষ্ঠানিকভাবে ড্রাফটের আগে দল চূড়ান্ত ও ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রায় ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ড্রাফটে একে একে মনমতো ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো। একনজরে দেখে নিন এবারের বিপিএলে বিভিন্ন দলের স্কোয়াড:


কুমিল্লা ভিক্টোরিয়ান্স - মুস্তাফিজুর রহমান, লিটন দাস, শহিদুল ইসলাম, মঈন আলী, সুনিল নারাইন, ফাফ ডু প্লেসি, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, 


ঢাকা - মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা, শুভাগত হোম, মোহাম্মদ শেহজাদ, ফাজল হক ফারুকী, নাঈম শেখ, আরাফাত সানী, ইমরান উজ্জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, 


সিলেট সানরাইজার্স - তাসকিন আহমেদ, দিনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন আলেক্সজান্ডার, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল অপু, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালী, মুক্তার আলী, সিরাজ আহমেদ, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী 


খুলনা টাইগার্স - মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকসে, শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বী, ইয়াসির আলী রাব্বি, সেকুগে প্রসন্না, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, রনি তালুকদার, খালেদ আহমেদ, জাকের আলী, নাবিল সামাদ, 


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স - নাসুম আহমেদ, কেনার লুইস, বেনি হাওয়েল, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরি, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, নাইম ইসলাম 


ফরচুন বরিশাল - সাকিব আল হাসান, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে রাব্বী, ক্রিস্টোফার ওবে ম্যাকয়, আলঝারি জোসেফ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নিরোশান ডিকওয়েলা, ক্রিস গেইল, নাঈম হাসান, তাইজুল ইসলাম












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২