শিরোনাম: |
নেবুলাইজারে করে দুবাই থেকে আনলেন এক কেজি স্বর্ণ
|
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে এক কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০২৪৮ ফ্লাইটের ওই যাত্রীকে আটক করে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে ওসমানী বিমান বন্দর কাস্টমসের উপ-কমিশনার মো. আল? আমিন জানান। আটক মো. আলী আহমেদ গোলাপগঞ্জ উপজেলার দরগার বাজারের উজান মেহেরপুর গ্রামের বাসিন্দা। কাস্টমসের উপ-কমিশনার বলেন, “গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আলী আহমদকে সন্দেহ হয়। পরে তার কাছে থাকা অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের ফুসফুসে ওষুধ প্রয়োগের যন্ত্র নেবুলাইজারের ভেতর থেকে স্বর্ণের ১১টি পাত উদ্ধার করা হয়।” “এসব স্বর্ণের দাম আনুমানিক ৮০ লাখ টাকা হবে। মামলা দিয়ে তাকে পুলিশের দেওয়া হবে।” |