নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ
মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান
জানিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের
সাবেক প্রশাসক আলহাজ্ব মোঃ ওমর ফারুক।
তিনি বলেন, নৌকা প্রতীকের
প্রার্থী আরফানুল হক রিফাতকে বিজয়ী করে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার প্রার্থী
বিজয়ী হলে নগরীর উন্নয়ন হবে। তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে
মেয়র পদে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান।
আগামী
১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল শুক্রবার
প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে আনুষ্ঠানিক
প্রচার-প্রচারণা।