শিরোনাম: |
কুমিল্লায় ঈদ উল আযহার জামাত কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায়
|
![]() নামাজ সংক্রান্ত নির্দেশনায় বলা হয় , বৃষ্টি থাকলে নামাজের জামাত স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে। এখনো পর্যন্ত করোনা স্বাস্থ্যবিধি নিয়ে সুনির্ধারিত কোন নির্দেশনা না থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন বক্তারা। এছাড়া সভা থেকে আরো জানানো হয়, ঈদের জামাতের পাশাপাশি কোরবানীর পশুর হাটেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা সংক্রমনের যে হার সেটি যদি বেড়ে যায় ৃতাহলে কোরবানীর হাটের লোক সমাগম বিপদ ডেকে আনবে । তাই আগে থেকে সতর্কভাবে চলার পরামর্শ দেয়া হয়। এছাড়া আরো জানানো হয়, কুমিল্লায় কোরবানীর পশুর চাহিদা ২ লাখ ৪৮ হাজার। মজুদ আছে ২ লাখ ৫৮ হাজার ৪৩২টি। এবারের ঈদের জন্য স্থায়ী পশুর হাট আছে ৭৫টি এবং এ পর্যন্ত অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে ৩৭৯টি । তবে অস্থায়ী পশুর হাটের সংখ্যা বাড়তে পারে। কোরবানীর হাটে সরকার নির্ধারিত হাসিল প্রতি ১ টাকায় ১১ পয়সা বলে জানানো হয়। |