প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ২:২৭ পিএম |
রাশিয়ার দক্ষিণাঞ্চলের এঙ্গেলস বোমারু বিমান ঘাঁটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মস্কো জানিয়েছে এসব তথ্য।
রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে বলেও দাবি মস্কোর।
গত ৫ ডিসেম্বর কৌশলগত বোমারু বিমানের এয়ারফিল্ডে একই ধরনের হামলা চালানোর জন্য ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ তুলে রাশিয়া। ঘাঁটিটি ইউক্রেনের সীমান্তের প্রায় ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত।
তবে এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইউক্রেনের সেনাবাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার স্থানীয় সময় রাত ১ টা ৩৪ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিনজন রাশিয়ান নিহত হন।
সারাতোভ অঞ্চলের গভর্নর বলেছেন, এঙ্গেলস শহরের বাসিন্দাদের ওপর হামলার কোনো হুমকি নেই।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসনের পর থেকে এই বিমান ঘাঁটি ব্যবহার করে মিসাইল হামলায় চালানো হয় ইউক্রেনে। ক্রেমলিনের অভিযোগ, এর আগেও তাদের সীমান্তে হামলা চালিয়েছে ইউক্রেন।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ গড়িয়েছে ১০মাসে। এখনো যুদ্ধ থামার লক্ষণ নেই। যুদ্ধের কারণে ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি।
সূত্র: বিবিসি