পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। কয়েকদিন গুরুতর অসুস্থ থাকার পর শনিবার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
দ্য ভ্যাটিকান সিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট জন্মগ্রহণ করেছিলেন জোসেফ অ্যালোইস রেটজিঙ্গারে।
দ্য হলি সি প্রেস অফিস জানায়, বেনেডিক্ট তার বাসভবন দ্য ম্যাটার একলেসিয়ায়ে মনাস্ট্রিতে মারা যান। ২০১৩ সালে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর ঐ বাসভবন তিনি বেছে নিয়েছিলেন।
এর আগে, পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের গুরুতর অসুস্থের খবর প্রকাশ করা হয়েছিল। তিনি খুব অসুস্থ উল্লেখ করে সবার কাছে প্রার্থনা চেয়েছিলেন বর্তমান পোপ ফ্রান্সিস।
সূত্র- আল-জাজিরা।