কুমিল্লার
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন
স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ ভাবে ভারত থেকে আনা ১২০
বান্ডিল আতস বাজি, ৭২০ পিচ স্কিন সাইন ক্রীম, ২৫০ পিছ ইয়াবা ও ২৪ কেজি
গাজাঁ উদ্ধার করে। এসময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে জেল
হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, গত ৩১ মে ও ১ জুন
থানা
অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেলের নির্দেশে গোপন সংবাদের
ভিত্তিতে এসআই শিশির ঘোষ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান
পরিচালনা করে।
অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে ভারত হইতে অবৈধভাবে আনা ৬০
প্যাকেট ভারতীয় বাজি ও ৭২০ পিচ স্কিন সাইন ক্রীমসহ ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত থোকন (৫০) ব্রাহ্মণপাড়া থানার বড়ধুশিয়া গ্রামের মৃত জুনাব
মিয়ার ছেল এবং সুমন(২৪) ব্রাহ্মণপাড়া থানার নারায়পুর গ্রামের সাব মিয়ার
ছেলে।
অপরদিকে এসআই শফিক উল্লাহ শশীদল ইউনিয়নে অভিযান পরিচালনা করে
ভারতীয় অবৈধ ৬০ ভান্ডিল আতস বাজি উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের
পেয়ে ২ জন পালিয়ে যায়।
এছাড়া ২৫০ পিছ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী
কুমিল্লা জেলার দাউদকান্দি থানার পেন্নাই গ্রামের নুরুল ইসলাম মুন্সির ছেলে
মোঃ ফরহাদ মুন্সি(৩০) এবং একই এলাকার
জাহাঙ্গীর আলমের ছেলে আবুল কাশেম(২৯) কে গ্রেফতার করেন।
এছাড়া
১ জুন বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করেন। এই সময়
পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন পালিয়ে যায়। পুলিশ গ্রেফতারকৃত ও পালিয়ে
যাওয়া আসামীদের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যাপারে
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা
স্বীকার করে বলেন, "আসামীগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে
প্রেরণ করা হয়েছে।