তিন
মৌসুম ধরে দলবদলে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে মঞ্চস্থ হয়েছে অবিশ্বাস্য একটা
নাটকের। তিনবারই একপর্যায়ে মনে হচ্ছিল, পিএসজি ছাড়া এমবাপ্পের জন্য কেবলই
সময়ের ব্যাপার। এমনকি পরিস্থিতি এমন হয়ে ওঠে যে তাঁর পিএসজির হয়ে আবার মাঠে
নামাটাও অবিশ্বাস্য কিছু বলে মনে হয়।
কিন্তু কোনো এক দৈব বলে শেষ
পর্যন্ত এমন কিছু ঘটে যে নতুন মৌসুমে আবারও এমবাপ্পেকে দেখা যায় পিএসজির
জার্সিতে। আর যথারীতি প্যারিসিয়ানদের হয়ে এমবাপ্পেও ম্যাচের পর ম্যাচে গোল
করে যান। আগের দুবারের মতো এবারও ব্যতিক্রম কিছু হয়নি। দলবদলে চলেছে নানা
মান-অভিমান পর্ব। অন্যদিকে সব ভুলে মাঠে নামতেই শুরু গোলবন্যা! সর্বশেষ
গতকাল রাতে লিওঁর বিপক্ষে তাদের মাঠে পিএসজির ৪-১ ব্যবধানের জয়ে এমবাপ্পে
করেছেন জোড়া গোল।
লিওঁর মাঠে এমবাপ্পে গোলের খাতায় নাম লেখান
ম্যাচের ৪ মিনিটে। পেনাল্টি থেকে লক্ষ্য ভেদ করে এগিয়ে দেন দলকে। এরপর
প্রথমার্ধের যোগ করা সময়ে আবার দেখা মেলে এমবাপ্পে–ঝলকের। দারুণ ফিনিশিংয়ে
লক্ষ্য ভেদ করে পিএসজিকে এগিয়ে দেন ৪-০ গোলে।
আর এর মধ্যে দুটি গোল
করেন আশরাফ হাকিমি এবং মার্কো আসেনসিও। প্রথমার্ধে চার গোলে বিব্রতকর এক
রেকর্ডও হয়েছে লিওঁর। লিগ আঁতে এর আগে তারা কখনোই প্রথমার্ধে ৪ গোলে পিছিয়ে
ছিল না। দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনো গোল হজম করেনি লিওঁ। ৭৪ মিনিটে
পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কোরেন্তিন তোলিসো।
এই ম্যাচ শেষে
লিগ আঁতে গোলের তালিকায় এখন সবার ওপরেই অবস্থান করছেন এমবাপ্পে। এ নিয়ে
টানা তিন ম্যাচে লক্ষ্য ভেদ করা এমবাপ্পের মোট গোল ৫। সব মিলিয়ে ১২ শট নিয়ে
৪২ শতাংশ রূপান্তর হারে গোলগুলো করেছেন ফরাসি তারকা। ৪ ম্যাচে ৪ গোল করে
এমবাপ্পের ঠিক পরে আছেন নঁতের মোস্তফা মোহাম্মদ এবং মোনাকোর ইয়াসিন বেন
এদের।
লিগে পিএসজির হয়ে প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি এমবাপ্পের। দলের
অন্যতম সেরা তারকাকে ছাড়া সেই ম্যাচে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়
পিএসজিকে। এরপর দ্বিতীয় মাচে এমবাপ্পে ফিরেই গোল করেন। তবে সেই ম্যাচেও ১-১
ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। এরপর লাঁসের
বিপক্ষে পিএসজির ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন এমবাপ্পে। আর এবার
অলিম্পিক লিওঁর বিপক্ষে আবার জোড়া গোল করলেন এমবাপ্পে।
এমবাপ্পের জন্য
এবারের মৌসুমটি আরেকটি কারণে বিশেষ। আগের মৌসুমগুলোতে দলে তিনি পেয়েছিলেন
লিওনেল মেসি-নেইমারদের মতো সতীর্থদের। কিন্তু দুজনই এবার দল ছাড়ায় পিএসজিতে
এখন এমবাপ্পের একক রাজত্ব। আর নিজের সেই রাজত্ব যে তিনি উপভোগ করছেন, সেটা
প্রথম ৪ ম্যাচ শেষেই বুঝিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী এই তারকা।
এদিকে ম্যাচ
শেষে দলের পারফরম্যান্স নিয়ে পিএসজির মরোক্কান তারকা আশরাফ হাকিমি বলেছেন,
‘আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। আমরা শুরুটা ভালো করেছি এবং জয়টা নিয়ে
দারুণ খুশি। এখন আমরা জাতীয় দলে স্বস্তির সঙ্গে যোগ দিতে পারব। আমি নিজের
পারফরম্যান্স নিয়ে আনন্দিত। কোচ দলকে সাহায্যের জন্য আমাকে যা করতে বলেছেন,
আমি সব করেছি। আশা করি, এটা আমি ধরে রাখতে পারব।’