মনোহরগঞ্জ
উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা
ও কারিগরী ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা
নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন।
বিশেষ
অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার মোঃ আবদুল কাইয়ুম চৌধুরী,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ থানার অফিসার
ইনচার্জ (ওসি) শফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আফরোজা কুসুম,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, মনোহরগঞ্জ স্কুল এন্ড
কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান,
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এস.এম শেখ কামাল, সাধারণ সম্পাদক আবু নছর মোঃ
ছালেহ প্রমুখ।
উক্ত প্রতিযোগিতায় দু’টি ভেন্যু উত্তর হাওলা উচ্চ
বিদ্যালয় ও কলেজ মাঠ এবং মনোহরগঞ্জ উপজেলা মাঠ। দু’টি ভেন্যুতে ১৬ দল করে
মোট ৩২টি স্কুল ও মাদরাসা অংশগ্রহণ করে। দু’ভেন্যুর ফাইনালে বিজয়ী দু’দল
বিপুলাসার আহাম্মদ উচ্চ বিদ্যালয় ও বড় কেশতলা উচ্চ বিদ্যালয় চুড়ান্ত ফাইনাল
খেলায় মুখোমুখি হয়। উক্ত ফাইনাল খেলায় বড় কেশতলা উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে
বিপুলাসার আহাম্মদ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।