ব্রাহ্মণবাড়িয়ার
বাঞ্ছারামপুরে সাড়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীসহ ৩ জনকে
গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে
উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির মাছিমনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমেনা মুক্তা (২৬) বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির
মাছিমনগর এলাকার বাহেছ মিয়ার স্ত্রী, একই এলাকার দুলাল মিয়ার ছেলে ফুল মিয়া
(৩৮) ও ফুল মিয়ার স্ত্রী স্বপ্না আক্তার(২৫)।
বাঞ্ছারামপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে
উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির মাছিমনগর এলাকার আমেনা মুক্তার বাড়িতে
অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে আমেনা মুক্তার বসত ঘর
তল্লাসী করে সাড়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার ফুল মিয়া
ও স্বপ্না আক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে
মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন
করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।