প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১০:১৩ পিএম |
সিলেট নগরের মিরাবাজারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।
এখনো দগ্ধ পাঁচজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এদের মধ্যে মুহিন নামের একজনের অবস্থা গুরুতর। তিনি আইসিইউতে রয়েছেন।
সবশেষ মারা যাওয়া দুজন হলেন সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তারেক আহমদ (৩২) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাঁওয়ের অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪১)। তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, রোববার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে মারা যান তারেক। আর সোমবার (১৮ সেপ্টেম্বর) মারা যান বাদল। তারেক ও বাদল উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এরআগে ১১ সেপ্টেম্বর রাতে সিলেট এয়ারপোর্ট থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক (২৯) ও ১২ সেপ্টেম্বর বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ (৩২) জাতীয় শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরের মিরাবাজার এলাকার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস ভরতে গিয়ে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ফিলিং স্টেশনের সাত কর্মচারী ও দুজন পথচারী দগ্ধ হন।