দাউদকান্দি
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গৌরীপুরে মাদকবিরোধী সচেতনতামূলক প্রীতি
ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গৌরীপুর সুবল-আফতাব উচ্চ
বিদ্যালয় আজিজিয়া মাঠে অনুষ্ঠিত খেলায় দাউদকান্দি একাদশ বনাম নাইজেরিয়া
একাদশ অংশ গ্রহণ করে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: মহিনুল
হাসানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ
চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
বিশেষ অতিথি ছিলেন, তিতাস
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: পারভেজ হোসেন সরকার, কুমিল্লা মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান, সিনিয়র সহকারী
পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব, উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তৌহিদ আল হাসান, উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) মো: জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম নয়ন,
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক, গৌরীপুর পুলিশ
তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: আসাদুজ্জামান।
এছাড়াও কুমিল্লা
উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি
প্রেস ক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন
হাজারী,জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর হোসেন মোল্লা, গৌরীপুর
সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া, গৌরীপুর স্পোটিং
ক্লাবের সভাপতি মো: মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ
উপস্থিত ছিলেন।
খেলাটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান মো: নোমান মিয়া সরকার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
মো: খোরশেদ আলম টাইগার।
খেলায় নাইজেরিয়া একাদশকে ০-১ গোলে হারিয়ে
দাউদকান্দি একাদশ বিজয় লাভ করেন। খেলা উপভোগ করতে হাজার হাজার দর্শক
গ্যালরীতে উপস্থিত ছিলেন। খেলার প্রধান রেফারির দায়িত্বে ছিলেন রবিউল করিম
লিয়ন, সহকারী রেফারি ছিলেন জামাল হোসেন ও নাজমুল হাসান। ধারা বিবরণীতে
ছিলেন মনির হোসেন মাষ্টার ও কবির হোসেন।