কুমিল্লার
চান্দিনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা
কর্মসূচির আওতায় উপজেলার ৩ শত জন দুঃস্থ জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী
বিতরণ করা হয়। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও
ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন
প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। এসময় জন প্রতি ১০
কেজি চাল, ডাল, তেল, লবণ, চিনি ১ কেজি করে, মরিচের গুড়া, হলুদের গুড়া,
ধনিয়ার গুড়া ১শ গ্রাম করে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা
নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, পৌরসভার মেয়র শওকত হোসেন, জেলা পরিষদ
সদস্য অধ্যাপক বজলুর রহমান, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস।
এসময় অন্যদের
মধ্যে উপস্থিত ছিলেন- কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, এতবারপুর ইউপি
চেয়ারম্যান মো. ইউসুফ, বরকইট ইউপি চেয়ারম্যান নুরে আলম, বাড়েরা ইউপি
চেয়ারম্যান আহসান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর
রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমুখ।