২৪টি
মন্ত্রণালয়ের ১৫৭ প্রকল্পের আওতায় দেশব্যাপী নির্মিত ১০ হাজার ৪১টি
অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের
মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর
মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম, নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই,
দাউদকান্দি, তিতাস, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, হোমনা, মেঘনা, মুরাদনগর উপজেলার
৩৫টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রতিষ্ঠান ও জেলার ৫৯টি কমিউনিটি
ক্লিনিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসক
কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর
আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন
বাহার, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, জেলা
প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নানসহ
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ
বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।
জানা
গেছে, ২৪ মন্ত্রণালয়ের ১৫৭টি প্রকল্পের আওতায় ৪ হাজার ৬৪৪ অবকাঠামো
উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫,৩৯৭টি
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ ঘর প্রদান করেন শেখ হাসিনা।
এর মধ্যে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ তলা বিশিষ্ট প্রধান কার্যালয়, কক্সবাজারে ১০
তলা বিশিষ্ট লিডারশিপ ট্রেনিং সেন্টার এবং চারটি প্রাথমিক শিক্ষক
প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মাল্টিপারপাস অডিটোরিয়াম উদ্বোধন করা হয়।
পাশাপাশি প্রায় এক হাজার ৯২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুই হাজার ২৩টি
সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম
বন্দর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ
অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং বাংলাদেশ স্থলবন্দরসহ
মন্ত্রণালয়ের অধীন ১৫টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা
হয়।