প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১০:১৪ পিএম |
কুমিল্লার শহরতলী দৌলতপুর এলাকায় স্থানীয় রাজীব খান গ্রুপ এবং মসু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ৭ টায় নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো: হাসান। সেই আর্দশ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দৌলতপুর গ্রামের জসিম উদ্দিন ছেলে।
স্থায়ী ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, নগরী রাতে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজীব খান গ্রুপ এবং মসু গ্রুপের মধ্যে সংঘর্ষ। এতে উভয় পক্ষের হামলা আহত হন মো. হাসান।পরে হাসানকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সনজুর মোরশেদ বলেন, এটা কোন রাজনৈতিক হত্যাকান্ড নয়। নিজেদের মধ্যে আধিপত্য কেন্দ্র করে একজন নিহত হয়েছে, ঘটনাস্থলে পুলিশের মোতায়েন করা হয়েছে। তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে ।