শেষ সময়ে
ওয়াংখেড়ের পিচ পরিবর্তন করা হয়েছে। মুম্বাইয়ে স্বাগতিক ভারত ও
নিউজিল্যান্ডের ম্যাচ হওয়ার কথা ছিল ফ্রেশ অর্থাৎ খেলা হয়নি এমন উইকেটে।
তবে বিসিসিআই ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট শেষ সময়ে ওই পিচে নয় অন্য পিচে
খেলানোর সিদ্ধান্ত নেয়।
মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড এবং ভারত
ও শ্রীলঙ্কার ম্যাচটি যে উইকেটে হয়েছে সেখানেই হচ্ছে ভারত ও
নিউজিল্যান্ডের ম্যাচ। শেষ সময়ে ওই পরিবর্তন ভালো লাগেনি ভারতের সাবেক
ক্রিকেটার ও কোচ অনীল কুম্বলের।
তবে আইসিসি জানিয়েছে, বড় ইভেন্টে শেষ
সময়ে পিচ পরিবর্তন করা নতুন কিছু নয়। এতে দোষেরও কিছু নেই। সংবাদ মাধ্যম
ক্রিকবাজ দাবি করেছে, ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের চাওয়ায় শেষ সময়ে
পিচে পরিবর্তন আনা হয়েছে।
বিষয়টি নিয়ে আইসিসি বলেছে, ‘লম্বা সময়ের
টুর্নামেন্টের শেষ দিকে পিচ পরিবর্তন করা হতেই পারে। এর আগেও অনেকবার এমন
ঘটনা ঘটেছে। ওয়াংখেড়ের পিচ কিউরেটরের সুপারিশে এটি পরিবর্তন করা হয়েছে।
আইসিসির স্বাধীন পিচ পরামর্শক এই পরিবর্তনের প্রশংসা করেছেন এবং এটি কোন
দলকে সুবিধা দেবে না বলে জানিয়েছেন।’