নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার লালমাইয়ে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ঘরের উপর গাছ পড়ে
দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক ৩টায় উপজেলার বেলঘর ইউনিয়নের
ধানোরা গ্রামের দুটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ওই গ্রামের বাসিন্দা
মৃত আলী আহম্মেদের পুত্র মোঃ ইয়াসিন (৪৫) এবং পার্শ্ববর্তী বাড়ির রমিজ
উদ্দিনের স্ত্রী মোসাঃ আনোয়ারা বেগম (৭০)। ঘূর্ণিঝড়ের কারণে ওই এলাকায়
বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘিœত হওয়ায় খবরটি পরদিন
দুপুরের পর জানাজানি হয়।
ঘূর্ণিঝড় চলাকালে তাদের ঘরের উপর গাছ পড়লে
ঘুমন্ত অবস্থায় দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন লালমাই উপজেলা নির্বাহী
কর্মকর্তা মৌমিতা দাস। তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে একই
গ্রামের দুটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ না
থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘিœত হওয়ায় খবরটি আমরা শনিবার দুপুরে জানতে
পেরেছি। খবর পেয়ে আসরা সাথে সাথে নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করে ওই
গ্রামের যাই। দু’টি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।
স্থানীয়
সূত্রে জানা গেছে, মোঃ ইয়াসিন তার মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে থাকতো।
সেখানেই টিনের তৈরি ঘরের উপর গাছ ভেঙ্গে পড়লে রাতেই ঘটনাস্থলে মৃত্যু হয়
তার। অপর নিহত আনোয়ারা বেগম স্বামীহারা। তার দুটি সন্তান রয়েছে। দু’সন্তানই
প্রতিবন্ধী। শনিবার বিকেলে পৃথক জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা
হয়েছে।