দেবিদ্বার
উপজেলার বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষিকা নাছরিন
আক্তার এর স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান রবিবার দুপুরে বিদ্যালয় মাঠে
অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য
বাবুল হোসেন রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই শোকসভায় বক্তব্য রাখেন
দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী,
দেবিদ্বার পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি
মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোকতল হোসেন, দেবিদ্বার আজগর আলী মুন্সী
বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর, মরিচাকান্দা আদর্শ
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির
সাবেক সভাপতি আনোয়ার হোসেন, দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি মো. কামাল
উদ্দিন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল,
সাংবাদিক ফখরুল ইসলাম সাগর, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.
খোরশেদ আলম কাজী, স্থানীয় ইউপি জাকির হোসেন, সিনিয়র শিক্ষক মনোয়ার হোসেন,
স্থানীয় ময়নাল হোসেন, নবম শ্রণির ছাত্রী লিমা আক্তারসহ স্থানীয় বিভিন্ন
শ্রেণি পেশার নেতৃবৃন্দ। এতে বক্তারা প্রয়াত ওই প্রধান শিক্ষিকার কর্মময়
জীবনের উপর স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফেরাত কামনায়
মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুক হোসেন। পরে
ম্যানেজিং কমিটির সভাপতিসহ কমিটির সদস্য ও সাংবাদিকরা মরহুমার কবর জিয়ারত ও
কবরে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।