নিজস্ব
প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে
প্রার্থী হওয়ার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা
পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সোমবার (২০ নভেম্বর) বিকালে কুমিল্লার
জেলা প্রশাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। এসময় তার সাথে উপজেলার
১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনগণ উপস্থিত ছিলেন।
পরে তিনি সাংবাদিকদের
বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশগ্রহণের
লক্ষ্যে আমি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগ পত্র জমা
দিয়েছি। ইতোমধ্যে আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করছি
জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে কুমিল্লা-৪
দেবিদ্বার আসনে মনোনয়ন দিবেন।
কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু:
মুশফিকুর রহমান বলেন, আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তার
পদত্যাগপত্র ইতোমধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের
স্থানীয় সরকার বিভাগে প্রত্যয়ন করে দিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে নিয়ম অনুযায়ী
প্রক্রিয়া গ্রহণ করা হবে।
একইদিন সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূইয়া হাসান উপজেলা
পরিষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও
জানান জেলা প্রশাসক।