কুমিল্লার
ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গত ৩০ নভেম্বর দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নে
অভিযান চালিয়ে একটি চোরাই গরুসহ নাজির মিয়া (৩৯) নামে এক চোরকে গ্রেফতার
করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের
ভিত্তিতে এস আই মোঃ আবুল হাচানাথ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শশীদল ইউনিয়নে
অভিযান পরিচালনা করেন। এসময় শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ফকির বাড়ী সংলগ্ন
জোসেফ ফ্যামিলি শপ এর সামনে (বাগড়া - শশীদল) গামী পাকা রাস্তার উপর হইতে
১টি গাভী গরু ও ১টি ষাঁড় বাছুরসহ নাজির মিয়া নামে একজনকে গ্রেফতার করে।
নাজির
মিয়া ব্রাহ্মণপাড়া থানার বাগড়া গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে। গ্রেফতারকৃত
আসামির বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।
এব্যপারে
থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন,
আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে
প্রেরণ করা হয়েছে।