আগামী
১০ জানুয়ারী থেকে শুরু হচ্ছে এসএ টি-টোয়েন্টি। এই ফ্র্যাঞ্চাইজি লিগের
কারণেই আসন্ন নিউজিল্যান্ড সফরে মূল দল পাঠাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। এই
সিরিজের জন্য ঘোষিত প্রোটিয়াদের ১৪ সদস্যের দলে ৭ জনই অভিষেকের অপেক্ষায়
আছেন। টেস্ট ক্রিকেটের থেকে ফ্র্যাঞ্চাইজি লিগকে বেশি গুরুত্ব দেওয়ায়
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক
অধিনায়ক স্টিভ ওয়াহ।
দক্ষিণ আফ্রিকার সেই স্কোয়াডের সদস্যদের ছবি পোস্ট
করে ওয়াহ ইনস্টাগ্রামে লেখেন, 'এটিই কি টেস্ট ক্রিকেটের মৃত্যুর একটি
নির্ধারণী মুহূর্ত? আইসিসির পাশাপাশি ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার
অবশ্যই খেলার বিশুদ্ধতম এই সংস্করণ রক্ষায় এগিয়ে আসা উচিত।' এরপর সিডনি
মর্নিং হেরাল্ডকে অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক বলেন, 'অবশ্যই তাদের কিছু
যায়–আসে না।'
দক্ষিণ আফ্রিকার এমন সিদ্ধান্তের প্রভাব ভবিষ্যিৎ অন্যান
দেশেও পরবে বলে মনে করেন ওয়াহ। তিনি বলেন, 'নিজেদের সেরা খেলোয়াড়দের দেশে
রেখে দেওয়া হবে—দক্ষিণ আফ্রিকার বোর্ডে এটি যদি ভবিষ্যতের ইঙ্গিত হয়, তাহলে
এমনই ঘটবে। আমি যদি নিউজিল্যান্ড হতাম, তাহলে আমি এ সিরিজটি খেলতামই না।
আমি জানি না, তারা কেন খেলছে। কেন খেলছেন আপনি, যখন এটি নিউজিল্যান্ড
ক্রিকেটের প্রতি সম্মানের ঘাটতি?'
'সমস্যা কী, সেটি মোটামুটি স্পষ্টই।
ওয়েস্ট ইন্ডিজ তাদের পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে না (অস্ট্রেলিয়ায়)। কয়েক বছর
ধরেই তারা পূর্ণ শক্তির দল নির্বাচন করছে না। নিকোলাস পুরানের মতো একজন
সত্যিকারের টেস্ট ব্যাটসম্যান যে টেস্ট ক্রিকেট খেলে না। জেসন হোল্ডার,
হয়তো তাদের সেরা খেলোয়াড়—এখন খেলছে না। এমনকি পাকিস্তানও পূর্ণাঙ্গ দল
পাঠায়নি (অস্ট্রেলিয়ায়)।'-আরো যোগ করেন ওয়াহ।
এসব ক্ষেত্রে আইসিসির
এগিয়ে আসা উচিত বলে মনে করেন ওয়াহ। তিনি বলেন, 'যদি আইসিসি বা কেউ দ্রুত
এগিয়ে না আসে, তাহলে টেস্ট ক্রিকেট আর টেস্ট ক্রিকেট থাকল না। কারণ, আপনি
সেরা খেলোয়াড়দের বিপক্ষে নিজেকে “টেস্ট” (পরীক্ষা) করছেন না।'