বছরের প্রথম দিনেই নতুন পাঠ্যপুস্তক তুলে
দিতে পারা সরকারের বিরাট সাফল্য
গতকাল
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর বার্ড মডেল স্কুলের প্রাথমিক
এবং মাধ্যমিক শাখাতে ‘বই উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক শাখার অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন বার্ড মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হারুন-অর-রশিদ
মোল্লা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নতুন বছরের প্রথম দিনেই নতুন
পাঠ্যপুস্তক তুলে দিতে পারা সরকারের বিরাট সাফল্য। তিনি নতুন বই নিয়ে তাঁর
শৈশবের স্মৃতি রোমন্থন করেন। তিনি শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গঠনের
পরামর্শ দেন এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ত হতে আহ্বান
জানান।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বার্ড পরিচালক (প্রশাসন) আইরীন পারভীন,
যুগ্মপরিচালক (গবেষণা) আবদুল্লাহ আল হুসাইন, যুগ্মপরিচালক (প্রশাসন) বেনজির
আহমেদ, প্রধান শিক্ষক (মাধ্যমিক শাখা) মোঃ জসিম উদ্দিন সরকার, শিক্ষক
প্রশিক্ষণ কেন্দ্র কুমিল্লার সহকারী অধ্যাপক আবদুল করিমসহ প্রমুখ
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রাথমিক শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ড অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম।
তিনি
তাঁর বক্তব্যে নতুন বই প্রাপ্তির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। প্রাথমিক
শাখার অনুষ্ঠানে পরিচালক (পল্লী শিক্ষা) ড. শেখ মাসুদুর রহমান,
যুগ্মপরিচালক (প্রকল্প) আযমা মাহমুদা, প্রধান শিক্ষক (প্রাথমিক শাখা) বদরুন
নেছাসহ বার্ড-এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।