ভোট বর্জনের আহ্বান নিয়ে দেশব্যাপী চালিয়ে যাওয়া গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আরও তিন দিন বাড়িয়েছে বিএনপি।
সোমবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিঙে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি বাড়ানোর কথা জানান।
তিনি
বলেন, “আগামীকাল ২ জানুয়ারি মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত
তিন দিন বিএনপিসহ সমমনা দলগুলো শেখ হাসিনার পদত্যাগ এবং নির্বাচনকালীন
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং এই পাতানো নির্বাচন বাতিলের দাবি এবং
অসহযোগ আন্দোলনের পক্ষে আবারো গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন
করবে।”
গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির মধ্যেই এই ঘোষণা দিল বিএনপি।
গত
২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ প- হওয়ার পর থেকে বিএনপিসহ সমমনা
জোটগুলো চার দফায় ৫ দিন হরতাল ও ১২ দফায় (রোববারসহ) ২৩ দিন অবরোধ কর্মসূচি
পালন করে।
এরপর পর থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণের টানা কর্মসূচি শুরু করে বিএনপি।